আরও পড়ুন: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!
মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা যায়, মেডিক্যাল কলেজে পাঠরত দ্বিতীয় বর্ষের ১০০ জন পড়ুয়াদের নিয়ে এদিন ওই এলাকার বিভিন্ন গ্রামে ঘোরা হয় এবং তারা এক একজন পড়ুয়া ৩ টি করে পরিবার দত্তক নেয়। পড়ুয়ারা জানায়, তারা যে পরিবার গুলি দত্তক নিয়েছে তাঁদের পরিবারের কত জন সদস্য আছে তা জানার পাশাপাশি তাঁদের মাসিক আয়, তাঁদের পরিবারের কেও অসুস্থ কিনা বা তারা কি ওষুধ খাই তা বিস্তারিত জানেন এবং তা লিপিবদ্ধ করেন। এবং তারা যাদের দত্তক নিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী সেই দত্তক নেওয়া পরিবারের সদস্যদের চিকিৎসার দিকটা খেয়াল রাখবেন পড়ুয়াদের পড়াশোনা চলাকালীন।
advertisement
আরও পড়ুন: এ যেন প্রাচীনকালের তীর্থযাত্রা! পায়ে হেঁটেই কেদারনাথ ভ্রমণ কাকদ্বীপের যুবকের
এদিন তারা যাদের দত্তক নিয়েছেন তাঁদের পরিবারের যত জন অসুস্থ আছেন তাঁদের বালিবেলা হাই স্কুলে অবস্থিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করেন এবং তাঁদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন বলেও জানা গেছে। এদিন এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিষয়ের জনসাস্থ্য আধিকারিক সহ একাধিক ডাক্তারি প্রফেসর ও ডাক্তারি পড়ুয়ারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাহী হালদার





