TRENDING:

Hooghly News: মাথাপিছু ৩টি পরিবার! গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত দত্তক নিলেন ১০০ জন ডাক্তারি পড়ুয়া

Last Updated:

আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা এবার দত্তক নিলেন গোটা একটি গ্রামকে। ১০০ জন পড়ুয়া চিকিৎসক তাদের ভাগে পড়েছে মাথাপিছু তিনটি করে পরিবারের দায়িত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা এবার দত্তক নিলেন গোটা একটি গ্রামকে। ১০০ জন পড়ুয়া চিকিৎসক তাদের ভাগে পড়েছে মাথাপিছু তিনটি করে পরিবারের দায়িত্ব। এই সমস্ত পরিবারের শারীরিক চিকিৎসা ও তাদের স্বাস্থ্য সচেতনতা সম্পূর্ণ দায়িত্ব থাকবে ডাক্তারি পড়ুয়াদের উপরেই। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেল পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।এই মর্মে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল গোঘাটের বালিবেলা হাই স্কুলে।
advertisement

আরও পড়ুন: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!

মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা যায়, মেডিক্যাল কলেজে পাঠরত দ্বিতীয় বর্ষের ১০০ জন পড়ুয়াদের নিয়ে এদিন ওই এলাকার বিভিন্ন গ্রামে ঘোরা হয় এবং তারা এক একজন পড়ুয়া ৩ টি করে পরিবার দত্তক নেয়। পড়ুয়ারা জানায়, তারা যে পরিবার গুলি দত্তক নিয়েছে তাঁদের পরিবারের কত জন সদস্য আছে তা জানার পাশাপাশি তাঁদের মাসিক আয়, তাঁদের পরিবারের কেও অসুস্থ কিনা বা তারা কি ওষুধ খাই তা বিস্তারিত জানেন এবং তা লিপিবদ্ধ করেন। এবং তারা যাদের দত্তক নিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী সেই দত্তক নেওয়া পরিবারের সদস্যদের চিকিৎসার দিকটা খেয়াল রাখবেন পড়ুয়াদের পড়াশোনা চলাকালীন।

advertisement

আরও পড়ুন: এ ‌যেন প্রাচীনকালের তীর্থ‌যাত্রা! পায়ে হেঁটেই কেদারনাথ ভ্রমণ কাকদ্বীপের যুবকের

View More

এদিন তারা যাদের দত্তক নিয়েছেন তাঁদের পরিবারের যত জন অসুস্থ আছেন তাঁদের বালিবেলা হাই স্কুলে অবস্থিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করেন এবং তাঁদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন বলেও জানা গেছে। এদিন এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিষয়ের জনসাস্থ্য আধিকারিক সহ একাধিক ডাক্তারি প্রফেসর ও ডাক্তারি পড়ুয়ারা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাথাপিছু ৩টি পরিবার! গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত দত্তক নিলেন ১০০ জন ডাক্তারি পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল