সোমনাথ ঘোষ, হুগলি, মগরা: বাড়ির দরজার বেল বাজিয়ে গৃহস্থের বাড়িতে লুঠের ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু গৃহ কর্তা রুখে দাঁড়াতেই চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মগরা থানার দিগসুই গ্রামে।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ চিকিৎসক সোমনাথ ঘোষের বাড়িতে লুঠের চেষ্টা আসে তিন দুষ্কৃতী, বাড়ির কলিং বেল বাজায়। কোনও রুগি এসেছে ভেবে দরজা ফাঁক করতেই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র তাক করে। বুঝতে পেরে গৃহকর্তা তার হাত চেপে ধরেন। বাড়ির কর্ত্রী চিকিৎসকের স্ত্রী ইন্দিরা ঘোষ তখন চা বসিয়েছিলেন গ্যাসে। চেঁচামেচির শব্দ পেয়ে কিছু একটা গন্ডোগোল হচ্ছে আন্দাজ করেন। এরপর দুষ্কৃতীদের লক্ষ্য করে গরম জল ছিটিয়ে দেয়, তাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
সোমনাথ ঘোষ বলেন, “এই রাত ৮টা ১০ মিনিট নাগাদ লোডশেডিং হয়। এই সময় কলিংবেল বাজে। মাঝেমধ্যে এই সময় অনেক রোগী আসে। আমি উঠে গিয়ে চাবির গর্ত দিয়ে দেখি তিনজন দাঁড়িয়ে আছে। রোগী এসেছে ভেবে আমি দরজাটা একটু খানি খুলি। একটা ছেলে একটা আগ্নেয়াস্ত্র বের করে বলে দরজা খোল। দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে। আমি মরিয়া হয়ে ওর হাতটা চেপে ধরি। আমার স্ত্রী তখন যা করছিল। ও গরম জল নিয়ে এসো দের উপর ছিটিয়ে দেয়, তারপরে ওরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা খতিয়ে দেখে। দম্পতির দাবী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
