TRENDING:

'চক ইসলামপুর' বদলে 'চক শান্তিনগর' ! ভিএইচপি-র স্কুলে ঠিকানা ‘বদল’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: ছিল চক ইসলামপুর। আচমকা হয়ে গেল চক শান্তিনগর। সৌজন্যে সেই বিশ্ব হিন্দু পরিষদের সরস্বতী শিশুমন্দির। যারা ইসলামপুরের নাম বদলে করে দিয়েছিল ঈশ্বরপুর। উত্তর দিনাজপুেরর আঁচ এবার মুর্শিদাবাদের ডোমকলে।
advertisement

ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। কিন্তু, তাই আবার হয় নাকি? হবে না কেন? দিব্যি হচ্ছে। আকছার হচ্ছে।

কিছুদিন আগেই তার নমুনা দেখেছিল উত্তর দিনাজপুরের ইসলামপুরের সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির। বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত এই স্কুলের বোর্ডে, জায়গার নাম ইসলামপুরের বদলে ঈশ্বরপুর করে দেওয়া হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটার আগেই ফের নামবদল।

advertisement

এবার মুর্শিদাবাদে। এবারও কীর্তি সেই বিশ্ব হিন্দু পরিষদের স্কুলেই। মুর্শিদাবাদের চক ইসলামপুরের সরস্বতী শিশুমন্দির। স্কুলের বোর্ডে, কাগজপত্রে অবশ্য জায়গার নাম লেখা চক শান্তিনগর। আশপাশের স্কুলগুলির ঠিকানায় অবশ্য চক শান্তিনগরের চিহ্নমাত্র নেই। তাহলে এই নাম কোথা থেকে এল? ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারাও।

স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভরতির জন্য প্রচার চলছে। লিফলেট থেকে মাইকে প্রচার। সবেতেই চক শান্তিনগর নামটাই উঠে আসছে বারবার। কিন্তু, সরকারি নথিতে যে এই নাম নেই তা জানে স্কুল কর্তৃপক্ষও। অনেকেরই দাবি, স্কুলটি বিশ্ব হিন্দু পরিষদের পরিচালিত। তাই এমন নামবদলের ধুম। নামবদলে আপত্তি জানিয়েছে তৃণমূল।

advertisement

কেঁচো খুঁড়কতে বেরলো কেউটে। ডোমকলের চক ইসলামপুরের এই স্কুল তৈরি হয়েছে উনিশশো বিরানব্বইয়ে। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় এখানে। কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশন থাকলেও অনুমোদন নেই শিক্ষা দফতরের।

এভাবে ইচ্ছে মত নাম বদল করা যায় কি? নাকি শুধুই ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে রাজনৈতিক লাভ হাসিলই লক্ষ্য? তাতে বোড়ে করা হচ্ছে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরও পড়ুন-সমকামী যুগলকে মেরে বাড়ি ছাড়া করলেন বাড়ির মালিক

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'চক ইসলামপুর' বদলে 'চক শান্তিনগর' ! ভিএইচপি-র স্কুলে ঠিকানা ‘বদল’