রানিবাঁধের আঁকখুটা মোড় এলাকার সঞ্জয় মাহাতোর নতুন বাড়ির প্রাচীরের পাশ থেকে উদ্ধার হল প্রকাণ্ড বিষাক্ত চন্দ্রবড়া সাপ। বাড়ির পাশে স্থানীয় বাসিন্দারা প্রথম সাপটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে মানুষ ছুটে আসে। এলাকাবাসীর দাবি, এত বড় চন্দ্রবোড়া সাপ তাঁরা আগে কখনও দেখেননি।
advertisement
খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। বন দফতরের সূত্রে জানা গিয়েছে, সাপটির দৈর্ঘ্য আনুমানিক চার ফুট। উদ্ধার করার পর সেটিকে পর্যবেক্ষণে রেখে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
হঠাৎ বাড়ির কাছে এমন বিষাক্ত সাপ দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেন, আবার অনেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাপটি বড় আকৃতির হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। এলাকার ব্যাপক কৌতুহলী মানুষ সাপটি দেখতে ভিড় জমিয়েছিলেন।