TRENDING:

Vegetable Price Hike: বৃষ্টিতে নষ্ট ফসল, পুজোর মুখে লাফিয়ে বাড়ছে সবজির দাম! আশঙ্কা কতদিন?

Last Updated:

Vegetable Price Hike: যুক্ত হয়েছে অতিবৃষ্টি। তার ফলে পুজোর মুখে অগ্নিমূল্যে পৌঁছে যেতে পারে বেশ কয়েকটি সবজির দাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: জেলায় ফের সবজির দাম বাড়ার সম্ভাবনা। এমনিতেই পুজোর সময় সবজির দাম বাড়ে। বাড়তি দাম দিয়ে সবজি কিনতে হয়। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে অতিবৃষ্টি। তার ফলে পুজোর মুখে অগ্নিমূল্যে পৌঁছে যেতে পারে বেশ কয়েকটি সবজির দাম।
দাম বাড়ছে সবজির
দাম বাড়ছে সবজির
advertisement

পটল-বেগুনের দাম আকাশছোঁয়া হতে চলেছে। বাড়ছে অন্যান্য সবজির দামও। গত মাসে অনেক সবজির দামই ছিল মধ্যবিত্তের নাগালের মধ্যেই। কিন্তু টানা বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তার জেরেই দাম বাড়ার আশঙ্কা। এই অবস্থা চলবে কতদিন?

আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!

advertisement

পুজো মানেই দেদার খাওয়া দাওয়া। বনেদি বাড়ি থেকে অনেক বারোয়ারি- একসঙ্গে ভুরিভোজ চলে পুজোর কটা দিন। তাই এই সময় চড়া থাকে সবজির দাম। এবার তার দোসর হয়েছে টানা বৃষ্টি। পূর্ব বর্ধমান জেলায় অতিবৃষ্টিতে সবজি চাষের প্রচুর ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে বিস্তীর্ণ জমির ফসল। চাষিদের মাথায় হাত পড়েছে। বাজারে চাহিদার চেয়ে সবজির জোগানের ব্যাপক ঘাটতি রয়েছে। সেই কারণেই পুজোর মুখে সবজির দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

advertisement

নিম্নচাপে জেরে গত কয়েক দিনে টানা বৃষ্টি হয়েছে। তার জেরে বিস্তীর্ণ এলাকার সবজি চাষ ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি এলাকায় জলে নষ্ট হয়েছে ফসল। এর জেরে বাজারে কমছে সবজির জোগান। তার জেরে বাড়তে পারে দাম। পুজোর মুখে অগ্নিমূল্য হতে পারে সবজি। ফলে সমস্যা পড়তে হবে সাধারণ মানুষকে। টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে গিয়েছিল অনেক জমিতেই। এখন জল নামলেও ভিজে মাটিতে গাছের গোড়া পচতে শুরু করেছে। অনেক গাছেরই ফুল ফল ঝরে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: পাগলের মতো প্রেম করতেন গোবিন্দা ও নীলম, কিন্তু একটি কারণে এক হতে পারেননি কখনও! আজ বিস্মৃত হিরো নম্বর ১

এই জেলায় দামোদর, ভাগীরথীর তীরে উর্বর জমিতে ব্যাপক সবজি চাষ হয়। পটল, টমেটো, ঢেঁড়স, কুমড়ো, লাফা, উচ্ছে, করলা, ধনেপাতা ও আগাম ফুলকপি চাষ হয় এখন। পুজোয় বাড়তি দাম পাবার আশায় চাষ করেন কৃষকরা। সেই চাষের একটা বড় অংশ ক্ষতির মুখে পড়ছে।  চাষিরা মাঠে কাজই করতে পারছেন না। বাজারে ফসলের আমদানি কম হচ্ছে। তাই আগামী দিনগুলিতে সবজি দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভবনা আছে।

advertisement

চাষিরাও বলছেন, অবস্থা খুব খারাপ। জল কিছুটা কমলেও গাছের গোড়া পচতে শুরু করেছে।

মূলো, পালং, কপি, শসা, পেঁয়াজ চাষ নষ্ট হয়ে গিয়েছে। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। উদ্যান পালন দফতরের আধিকারিকরা বলছেন, গত মাসে ঝিঙে, পটল, বেগুন, লাউ, কুমড়োর ফলন ভালই ছিল। কিন্তু বৃষ্টির জেরে উৎপাদন কমে গিয়েছে অনেকটাই। যত সময় যাবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। অনেক গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সবজির দাম বাড়তে পারে। ফের নিম্নচাপ হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন করে চাষ না হওয়া পর্যন্ত সবজির দাম কমার সম্ভাবনা নেই।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শরদিন্দু ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Price Hike: বৃষ্টিতে নষ্ট ফসল, পুজোর মুখে লাফিয়ে বাড়ছে সবজির দাম! আশঙ্কা কতদিন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল