প্রতি বছরই জামাইষষ্ঠীর সময় বাজার দর ঊর্ধ্বমুখী হয়। তবে এই বছর সেই দাম আরও চড়া। বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। কাঁচা আনাজ থেকে মাছ কিংবা আম কাঁঠালের মতো ফলেরও দাম বেড়েছে। বাজারে চাহিদা পূরণের মতো কাঁচা আনাজ সবজি মজুত নেই। তাই চাহিদা তুঙ্গে থাকায় বাজার দরও তুঙ্গে। যা নিয়ে দুশ্চিন্তা শুরু করেছে ক্রেতারা।
advertisement
আরও পড়ুন: মাঠে তারকা, গ্যালারি ফাঁকা! বেঙ্গল Pro T-20 লিগ উদ্বোধনী অনুষ্ঠানে জিৎ-রুক্মিণী-নুসরত
এই বিষয়ে বাজার করতে আসা এক ক্রেতা তিনি জানান, অন্যান্য সময়ে যা বাজারের দাম থাকে তার থেকে সব জিনিসেরই দাম বেড়েছে। আলু, পটল, পেঁয়াজ বিভিন্ন সবজির দাম বেড়েছে কোথাও ২০ টাকা, কোথাও ২৫ টাকা, কোথাও বা ৩০ টাকা বেশি। তবুও বছরের এই বিশেষ সময় দামের কথা ভুলেই বাজার করতে ব্যস্ত করে ক্রেতারা।
কিন্তু কেন এই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন, ”বৃষ্টি নেই, ফলে কাঁচা আনাজের ফলন কিছুটা মার খাচ্ছে। সেক্ষেত্রে আলুর দাম এখনও নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা সব দিকে নজর রাখছি, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবার আমের ফলন, সবজির ফলন কম আছে, তবুও সর্বভারতীয় ক্ষেত্রের যা দাম তার থেকে পশ্চিমবঙ্গে একটু কমই আছে। আলু ব্যবসায়ীদের নিয়ে মিটিং-এর বিষয়ে বলেন, ”এখনও সেই পরিস্থিতি আসেনি।পরিস্থিতি তৈরি হলে দেখব।
রাহী হালদার