সিসি ক্যামেরা বন্ধ করে একেবারে মন্দিরের ভেতর চুরির এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেবগ্রামে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মন্দিরের মহারাজ আদি নাথনন্দের সঙ্গে এক দম্পতি দেখা করতে এসেছিলেন। এরপর আজ সকালে মন্দির কর্তৃপক্ষ দেখে, বিগ্রহের সকল গয়না উধাও। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, মন্দিরের তালা ভাঙেনি! দেখা যায়, সেটি ঠিকঠাকই দেওয়া রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাটের চূর্ণী নদীর অস্তিত্ব সংকটে! নদীপথ যেন জঙ্গলের চেহারা নিয়েছে, এবার কী হবে মৎস্যজীবীদের?
জানা যাচ্ছে, মন্দিরের চাবি ওই মহারাজের কাছেই থাকত। শুধু তাই নয়, চুরির সময় মন্দিরের সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মন্দির কর্তৃপক্ষের দাবি, এই চুরির ঘটনার সঙ্গে মহারাজ ও ওই দম্পতি জড়িত। ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করেছে পুলিশ। আগামীদিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।