রানাঘাটের চূর্ণী নদীর অস্তিত্ব সংকটে! নদীপথ যেন জঙ্গলের চেহারা নিয়েছে, এবার কী হবে মৎস্যজীবীদের?

Last Updated:

ঘন কচুরিপানা গ্রাস করেছে রানাঘাটের চূর্ণী নদী। জাল ফেলতে পারছেন না মৎস্যজীবীরা।

+
কচুরিপানায়

কচুরিপানায় ঢেকেছে গোটা চূর্ণী নদী

শিবনিবাস, মৈনাক দেবনাথঃ ঘন কচুরিপানার গ্রাসে স্তব্ধ নদীপথ। হতাশায় স্থানীয় মৎস্যজীবীরা। সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ নদীপথ হল এই চূর্ণী নদী। এবার সেই নদীই পরিণত হয়েছে কচুরিপানাতে। ইতিমধ্যে গোটা নদীটিকে গ্রাস করে ফেলেছে কচুরিপানা। নদীপথ দিয়ে যাতায়াত করতে যেমন সমস্যায় পড়তে হচ্ছে, তেমনই নদী পারাপার করার ক্ষেত্রে রয়েছে জীবনের ঝুঁকি। এই পরিস্থিতিতে নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন ও জীবিকাতে পড়ছে ঘাটতি।
এই এলাকায় এমন অনেকেই আছেন যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ঘন কচুরিপানায় নদীপথ স্তব্ধ হয়ে যাওয়ায় এখন দিশেহারা নদী তীরবর্তী এলাকার মানুষজন। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত হাঁসখালি রানাঘাট এলাকায় চূর্ণী নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় মানুষজন।
আরও পড়ুনঃ রসিদ ছাড়াই নেওয়া হচ্ছে টাকা, অভিযোগে বিদ্ধ নবদ্বীপের সরকারি স্কুল! সমাজমাধ্যমে শোরগোল
নদী তীরবর্তী এলাকার এক বাসিন্দা নিশিথ চক্রবর্তী ক্ষোভের সঙ্গে বলেন, কচুরিপানার ফলে একদিকে যেমন বন্ধ হয়েছে এপার ওপার বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত, অন্যদিকে পুজোর পর প্রতিমা বিসর্জন করা যাচ্ছে না। গোটা নদীকে কচুরিপানা গ্রাস করেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেনালি থেকে রানাঘাট পর্যন্ত চূর্ণী নদীতে এই কচুরিপানার অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে সব থেকে বড় সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। নদীতে জাল ফেলার জায়গা পর্যন্ত নেই। যার কারণে হতাশায় ভুগছেন তাঁরা। মৎস্যজীবীরা চাইছেন এই নদী কচুরিপানা মুক্ত হোক। নদীর মাঝখানে যে সমস্ত বাঁধগুলি আছে সেগুলি তুলে দেওয়া হোক। নদী তার গতিপথ ফিরে পাক। না হলে আগামী দিনে হারিয়ে যাবে এই চূর্ণী নদীর অস্তিত্ব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রানাঘাটের চূর্ণী নদীর অস্তিত্ব সংকটে! নদীপথ যেন জঙ্গলের চেহারা নিয়েছে, এবার কী হবে মৎস্যজীবীদের?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement