TRENDING:

Uttarpara Police Quarter: উত্তরপাড়ার পুলিশ আবাসনের কঙ্কালসার অবস্থা! জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে পরিবার

Last Updated:

Uttarpara Police Quarter: অল্প বৃষ্টিতেও আবাসনের ঘরগুলি জলমগ্ন হয়ে পড়ে, যে ঘটনায় প্রমাদ গুনছে পুলিশকর্মীদের পরিবারগুলি। এছাড়া সংলগ্ন এলাকা অত্যন্ত অপরিষ্কার হওয়ার কারণে এই ডেঙ্গির সময়ে যথেষ্ট চিন্তাতেও রয়েছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ফের কঙ্কালসার ভবনের খবর। এবার সেই অবস্থা পুলিশ আবাসনের। জীবনের ঝুঁকি নিয়ে আবাসনের মধ্যে বসবাস করছে পুলিশদের পরিবার। যাঁরা সমাজের রক্ষাকর্তা, আজ তাঁদেরই পরিবার রয়েছে চরম বিপদে। উত্তরপাড়া জি টি রোডের উপরেই রয়েছে পুলিশ আবাসন। যার অবস্থা একেবারে শোচনীয়। জায়গায় জায়গায় ভেঙে পড়ছে সিমেন্টের চাঙর।
advertisement

বিভিন্ন থানার যে আবাসনগুলি আছে, যেখানে পুলিশকর্মীরা পরিবার নিয়ে থাকেন, অনেক জায়গাতেই তা বসবাসের অযোগ্য। এই যেমন উত্তরপাড়া থানার পুলিস আবাসন। দীর্ঘদিন ধরে সেটি বিপজ্জনক অবস্থায় আছে। সারা বিল্ডিং জুড়ে আগাছা, যত্রতত্র চাঙর ভেঙে ভেঙে পড়ছে, জি টি রোডের ধারের বারান্দাগুলি বিপজ্জনকভাবে ঝুলে আছে। যা থেকে জি টি রোডে চলাচলকারী মানুষ ও যানবাহনের মারাত্মক ক্ষতি হতে পারে, হয়তো বা জীবনহানিও হতে পারে!

advertisement

আরও পড়ুন: প্রবল বৃষ্টির কারণে হুহু করে জল ছাড়ছে ফারাক্কা ব্যারেজ, প্লাবনের আশঙ্কা জেলায় জেলায়

অল্প বৃষ্টিতেও আবাসনের ঘরগুলি জলমগ্ন হয়ে পড়ে, যে ঘটনায় প্রমাদ গুনছে পুলিশকর্মীদের পরিবারগুলি। এছাড়া সংলগ্ন এলাকা অত্যন্ত অপরিষ্কার হওয়ার কারণে এই ডেঙ্গির সময়ে যথেষ্ট চিন্তাতেও রয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে চললেও এখনও কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁদের। কবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যার সমাধান করেন, দুর্গা পুজোর আগে এই পুলিশকর্মী ও তাঁদের পরিবারের মুখে হাসি ফোটে কিনা, সেটাই এখন দেখার।

advertisement

View More

পুলিশ পরিবারের এক মহিলা নেহা সাহা জানান, ”আমি সারা রাত আতঙ্কে থাকি আমার একমাত্র সন্তান নিয়ে। কখন ঘরবাড়ি ভেঙে পড়বে কে জানে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, তিনি যেন আমাদের দিকটি একবার ভেবে দেখেন।” এই বিষয় প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায় বলেন, ”সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা। তা নাহলে কীভাবে পুলিশ পরিবারগুলি জীবন হাতে নিয়ে বাস করছে উত্তরপাড়া পুলিশ কোয়ার্টারে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Uttarpara Police Quarter: উত্তরপাড়ার পুলিশ আবাসনের কঙ্কালসার অবস্থা! জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল