ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের উপর উদ্ধারের ক্ষেত্রে ভরসা রাখছে ইন্টারন্যাশনাল ট্যানেল অ্যাসোসিয়েশন এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। কিন্তু কীভাবে সাহায্য করা হবে? কীভাবে তাদের কাছে খবর এল? এ বিষয় ইসিএল সদর দফতরের ডিরেক্টর নীলাদ্রি রায় বলেছেন, শ্রমিকরা যেখানে আটকে রয়েছেন, তার পাশে হরাইজেন্টালি গর্ত করে তাদের বের করে আনার পরিকল্পনা করা হয়েছে। সেই পথে ২৪ মিটার পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
advertisement
আরও পড়ুন: উঠে দাঁড়ালেই মাথা ঘোরে? শরীরে রক্তের ঘাটতি আপনাকে শেষ করে দিতে পারে! জানুন
তাঁদের খাবার, পানীয় পৌঁছে দেওয়া যাচ্ছে। কিন্তু এই হরাইজেন্টালি গর্ত করে যদি শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব না হয়, সেজন্য দ্বিতীয় পরিকল্পনা রাখা হচ্ছে। সেক্ষেত্রে রানীগঞ্জ মহাবীর কোলিয়ারিতে যেভাবে বোর হোল করে ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সেই বিষয়টি নজরে এসেছে স্থানীয় উদ্ধারকারী কর্তাদের।
আরও পড়ুন: কাঁচা পেঁপে খেতেই হবে কেন জানেন? গ্যাস ও বদহজমের মহৌষধ এটি, জানুন
প্রসঙ্গত মহাবীর কোলিয়ারিতে দুর্ঘটনা হয়েছিল, সে সময় এসিএল-এর প্রকৌশলী যশবন্ত সিং গিলের নেতৃত্বে বিশেষ ড্রিল মেশিনের সাহায্যে গর্ত করে শ্রমিকদের উদ্ধার করা হয়েছিল। মহাবীর কোলিয়ারিতে ব্যবহৃত যন্ত্রগুলির বর্তমান অবস্থা কেমন, সেগুলি জানতে চেয়ে কোল ইন্ডিয়ার তরফ থেকে ইসিএলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বনশাল নামের ওই সংস্থার সঙ্গে ইতিমধ্যেই উদ্ধারকারী সংস্থার কর্তাদের যোগাযোগ করানো হয়েছে।
তাছাড়াও কোল ইন্ডিয়ার বিভিন্ন দক্ষ বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তাঁরা পর্যবেক্ষণ করছেন ঘটনাস্থল। যে গর্ত করে শ্রমিকদের বের করে আনার পরিকল্পনা রয়েছে, তা সফল না হলে দ্রুত দ্বিতীয় পরিকল্পনার কাজ শুরু হবে। তাই ইতিমধ্যেই মহাবীর কোলিয়ারির ব্যবহৃত যন্ত্রাংশগুলি এবং সেই পরিকল্পনা সম্পর্কে বিশদ তথ্য নেওয়া হয়েছে। যে তথ্য সরবরাহ করেছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।
পাশাপাশি, প্রয়োজনে মহাবীর কোলিয়ারিতে ব্যবহৃত বিশেষ ড্রিল মেশিন কীভাবে দ্রুত উত্তরকাশীতে পাঠানো যাবে, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ইসিএল দক্ষ উদ্ধারকারীদের সেখানে পাঠাতে প্রস্তুত। কারণ এই ধরনের মাটির গভীরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে ইসিএলের বিশেষজ্ঞ টিম রয়েছে। সেই মাইনিং রেসকিউ টিমের দক্ষ, অভিজ্ঞ সদস্য এবং কর্তাদের এর আগে বিভিন্ন উদ্ধার কাজে হাত লাগাতে দেখা গিয়েছে। সেই অভিজ্ঞতা প্রয়োজনে কাজে লাগাতে চাওয়া হচ্ছে উত্তরকাশীতে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতেও।
নয়ন ঘোষ
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F