শুক্রবার সন্ধেয় তাঁকে শেষ দেখা যায়। বন্ধ ঘরে আলো জ্বলতে দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। খবর দেন পুলিশে। জানালার কাচ ভেঙে দরজা খুলে মৃহদেহ উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। ঘর থেকে দুটি সুটকেস একটা ব্রিফ কেস মোবাইল ফোন আর পাসপোর্ট উদ্ধার হয়েছে। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরে মায়াপুরের ইস্কনে ছিলেন আমেরিকার এই অধিবাসী। সেখানে বিবাহও করেন। বধু নির্যাতন মামলায় জেল খাটেন। জেল থেকে ছাড়া পেয়ে হাওড়া যাওয়ার সময় বলাগড় স্টেশনে স্ত্রীর সঙ্গে গন্ডোগোলে জরিয়ে পরেন। গ্রেফতার হন মাইকেল।
advertisement
চুঁচুড়া আদালতে হাজিরা দিতে হয়।সেই কারনে ধরমপুরে বাড়ি ভারা নেন। দুলাল দাসের বাড়ির পিছনে ভারা ঘরের চৌকিতে বসে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য দেহ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়।মৃত্যুর কারন জানতে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে আমেরিকান দূতাবাসে।