সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরেছেন তাঁরা। আমেরিকার বুকে দেবীর আরাধনায় কোন খামতি রাখেননি প্রবাসী বাঙালিরা। কানেকটিকাটে হইচই পরিবারের দুর্গাপুজো এই বছর দশম বর্ষে পদার্পণ করল। বাংলার কুমুরটুলি থেকে সুদূর আমেরিকাতে নিয়ে আসা হয়েছে নতুন প্রতিমা।
advertisement
কানেকটিকাটে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের দুর্গাপুজো
হইচই পরিবারের এবারে পুজোর থিম বিদেশের মাটিতে একটুকরো বাংলা। সপ্তাহান্তে এই দু’দিন হইচই পরিবারের সকল সদস্য শারদীয়ার উৎসবে মেতে উঠেছেন। নিজের শিকড় থেকে বহু দূরে বিদেশের মাটিতে বড় হওয়া বাঙালি শিশুরাও অনুভব করবে দুর্গাপুজোর মাহাত্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আভিজাত্য। মায়ের পুজো বলে কথা তাই অবশ্যই থাকবে বাঙালি খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
September 28, 2025 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
US Durga Puja 2025: আমেরিকার মাটিতে ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ! কুমোরটুলির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, কানেকটিকাটে মহাষষ্ঠী জমজমাট