TRENDING:

US Durga Puja 2025: আমেরিকার মাটিতে ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ! কুমোরটুলির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, কানেকটিকাটে মহাষষ্ঠী জমজমাট

Last Updated:

Durga Puja in US: মার্কিন মুলুকের কানেকটিকাটে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের একটি গোষ্ঠী, হইচই পরিবার সপ্তাহান্তে গা ভাসাল দেবী দুর্গার আগমনীর সুরে। কুমোরটুলি থেকে মা পাড়ি দিয়েছেন সুদূর আমেরিকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিং: আমেরিকার মাটিতে এক টুকরো বাংলা। গোটা পশ্চিমবঙ্গ যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে তখন সুদূর আমেরিকায় একদল বাঙালি মিলে আয়োজন করলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। মার্কিন মুলুকের কানেকটিকাটে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের একটি গোষ্ঠী, হইচই পরিবার গা ভাসাল দেবী দুর্গার আগমনীর সুরে। কুমোরটুলি থেকে মা পাড়ি দিয়েছেন কানেকটিকাটে।
আমেরিকার কানেকটিকাটে হইচই পরিবারের দুর্গাপুজো
আমেরিকার কানেকটিকাটে হইচই পরিবারের দুর্গাপুজো
advertisement

সমস্ত পুজো জুড়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরেছেন তাঁরা। আমেরিকার বুকে দেবীর আরাধনায় কোন খামতি রাখেননি প্রবাসী বাঙালিরা। কানেকটিকাটে হইচই পরিবারের দুর্গাপুজো এই বছর দশম বর্ষে পদার্পণ করল। বাংলার কুমুরটুলি থেকে সুদূর আমেরিকাতে নিয়ে আসা হয়েছে নতুন প্রতিমা।

আরও পড়ুনঃ মহাষষ্ঠীর সকালে মণ্ডপে হাজির জ্যান্ত দুর্গা, লক্ষ্মী, গনেশ…! মানব পুজোর এক অভিনব দৃশ্য! অনাথ অশ্রমের পুজোয় মন ভাল করা দৃশ্য

advertisement

কানেকটিকাটে বসবাসকারী বাঙালি সম্প্রদায়ের দুর্গাপুজো

হইচই পরিবারের এবারে পুজোর থিম বিদেশের মাটিতে একটুকরো বাংলা। সপ্তাহান্তে এই দু’দিন হইচই পরিবারের সকল সদস্য শারদীয়ার উৎসবে মেতে উঠেছেন। নিজের শিকড় থেকে বহু দূরে বিদেশের মাটিতে বড় হওয়া বাঙালি শিশুরাও অনুভব করবে দুর্গাপুজোর মাহাত্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আভিজাত্য। মায়ের পুজো বলে কথা তাই অবশ্যই থাকবে বাঙালি খওয়া দওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
US Durga Puja 2025: আমেরিকার মাটিতে ঢাকের বাদ্যি, মন্ত্রোচ্চারণ! কুমোরটুলির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা, কানেকটিকাটে মহাষষ্ঠী জমজমাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল