এ দিন আন্দোলনকারীরা জানিয়েছেন, গেজেট অনুসারে ইন্টারভিউয়ের ১৫দিন আগে পর্যন্ত যে শূন্যপদ তৈরি হয় তার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার তা মানছে না। তাঁদের দাবি ইন্টারভিউয়ের ১৫দিন আগে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে যে শূন্যপদ তা প্রকাশ করে তাঁদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। তাঁরা পূর্ব বর্ধমান জেলায় মোট শূন্যপদ কত তা জানতে চেয়েছিলেন জেলা স্কুল পরিদর্শকের কাছে। কিন্তু তিনি জানাতে চাননি বলেও দাবি বিক্ষোভকারীদের।
advertisement
আরও পড়ুনঃ ফিরে এল আট বছর আগের স্মৃতি! দুই দলিত-কন্যার ঝুলন্ত দেহ ঘিরে এবার তোলপাড় লখিমপুর
ইতিমধ্যেই তাঁরা কলকাতার শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে গত ১৬ জুন থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন। একইসঙ্গে শুরু হয়েছে পালা করে অনশনও। এ বার তাঁরা আন্দোলনকে জেলাস্তরে ছড়িয়ে দিতে চাইছেন। এ দিন সমস্ত জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেইমত এ দিন পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল বিক্ষোভ কর্মসূচি। তাঁরা জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকিলিপিও দিয়েছেন।
Malobika Biswas