TRENDING:

Upper Primary TET|| জেলাতেও আন্দোলন, কার্জন গেটের সামনে উচ্চ প্রাথমিক চাকরীপ্রার্থীদের বিক্ষোভ

Last Updated:

Upper primary job aspirants Protest : কলকাতার রাজপথ থেকে এবার জেলাতেও আন্দোলনে নামল আপার প্রাইমারি চাকরীপ্রার্থীরা। বর্ধমানের কার্জন গেটের সামনে এ দিন বিক্ষোভও দেখালেন  আপার প্রাইমারি চাকরীপ্রার্থীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: কলকাতার রাজপথ থেকে এ বার জেলাতেও আন্দোলনে নামল আপার প্রাইমারি চাকরীপ্রার্থীরা। বর্ধমানের কার্জন গেটের সামনে তাঁরা এ দিন বিক্ষোভও দেখালেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, ২০১৪ সালের নোটিফিকেশন অনুসারে তাঁরা পরীক্ষা দিয়েছেন ২০১৫ সালে। এরপর ফলাফল প্রকাশিত হয় এবং নিয়োগও হয় যা হাইকোর্টের নির্দেশে সম্পূর্ণ বাতিলও করা হয়েছে। পরবর্তীকালে ফের নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়। কিন্তু সেই নিয়োগে গেজেটকে মান্যতা না দিয়ে নিয়োগ করা হচ্ছে।
advertisement

এ দিন আন্দোলনকারীরা জানিয়েছেন, গেজেট অনুসারে ইন্টারভিউয়ের ১৫দিন আগে পর্যন্ত যে শূন্যপদ তৈরি হয় তার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার তা মানছে না। তাঁদের দাবি ইন্টারভিউয়ের ১৫দিন আগে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে যে শূন্যপদ তা প্রকাশ করে তাঁদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক। তাঁরা পূর্ব বর্ধমান জেলায় মোট শূন্যপদ কত তা জানতে চেয়েছিলেন জেলা স্কুল পরিদর্শকের কাছে। কিন্তু তিনি জানাতে চাননি বলেও দাবি বিক্ষোভকারীদের।

advertisement

আরও পড়ুনঃ ফিরে এল আট বছর আগের স্মৃতি! দুই দলিত-কন্যার ঝুলন্ত দেহ ঘিরে এবার তোলপাড় লখিমপুর

ইতিমধ্যেই তাঁরা কলকাতার শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে গত ১৬ জুন থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন। একইসঙ্গে শুরু হয়েছে পালা করে অনশনও। এ বার তাঁরা আন্দোলনকে জেলাস্তরে ছড়িয়ে দিতে চাইছেন। এ দিন সমস্ত জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেইমত এ দিন পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হল বিক্ষোভ কর্মসূচি। তাঁরা জেলা স্কুল পরিদর্শকের কাছে স্মারকিলিপিও দিয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Upper Primary TET|| জেলাতেও আন্দোলন, কার্জন গেটের সামনে উচ্চ প্রাথমিক চাকরীপ্রার্থীদের বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল