স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুলতা বিত্তারের দেহ বাড়িতে নিয়ে আসতেই বিপত্তি ঘটে। মায়ের দেহ চোখের সামনে দেখে মানসিক ভারসাম্য হারান মেয়ে তনুশ্রী বিত্তার (৩৪)। একপ্রকার সকলের সামনে দিয়ে ঘরে ঢুকে কীটনাশক খেয়ে নেন। তাতেই মৃত্যু হয়। পরপর মা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিজনদের পাশাপাশি প্রতিবেশীরাও শোকস্তব্ধ হয়ে পড়েছেন। মুর্শিদাবাদের বড়ঞা থানার অমৃত্যমুনি গ্রামের ঘটনা।
advertisement
আরও পড়ুন: বারবার বারণ করলেও কথা না শোনার চরম পরিণাম! জমির নাড়া পোড়াতে গিয়ে সর্বনাশ
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছিলেন তরুলতা বিত্তার। তখনই কোনওভাবে দুর্ঘটনা ঘটে। গ্রামের লোকজনই তাঁর দেহ উদ্ধার করে। পরে পুকুরের পাড়ে দেহ নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ছিলেন তনুশ্রী। মায়ের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে নেন। তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মা ও মেয়ের ময়নাতদন্ত একইসঙ্গে হবে।
কৌশিক অধিকারী