পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ইন্দা এলাকার গোপাল বিরিয়ানিতে মিলছে আনলিমিটেড এই সুবিধা। দু পিস চিকেন কষার সঙ্গে হলুদ বাসন্তী পোলাও, দু পিস চিলি চিকেন এর সঙ্গে ফ্রাইড রাইস কিংবা এক পিস প্রমাণ সাইজের চিকেন একটি আলুর সঙ্গে ধোঁয়া ওঠা বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র ৯৯ টাকায়। একজনের পেট ভরতিতো হবেই, সঙ্গে চাইলে মিলবে পরিমাণ মতো রাইস।
advertisement
খড়গপুর শহরের বাসিন্দা আশিস দেব নিজেই একজন খাদ্য রসিক। তাই নিজের দোকানেই শুরু করেছেন এমন পরিষেবা। দাম দিয়ে খাবার শুধু নয়, পছন্দের খাবার খুব সুলভ মূল্যে গ্রাহকদের খাওয়াতে পছন্দ করেন তিনি। আর সেই কারণে তার এই বিশেষ ভাবনা। শুধু তাই নয় যারা যারা আমিষ পছন্দ করে না তাদের জন্য রয়েছে একই দামে পনিরের আইটেমও।
আরও পড়ুনঃ KKR News: আইপিএল ২০২৫-এ সম্পূর্ণ নতুন ওপোনিং জুটি নামাবে কেকেআর! মহাচমক দেবে নাইটরা!
স্বাভাবিকভাবে খাদ্য রসিক বাঙালিদের কাছে এক নতুন ডেস্টিনেশন এই গোপালের বিরিয়ানি। আনলিমিটেডের এর সঙ্গে একটা সন্ধ্যা কাটান এখানে। স্বল্প মূল্যে যেমন স্বাদ তেমনই গুণে ভরপুর বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস কিংবা বাসন্তী পোলাও।
রঞ্জন চন্দ