এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁরা কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অচৈতন্য অবস্থায় উদ্ধার হওয়া এই তিন ব্যক্তি যথাক্রমে সমুদ্রগড়ের বিবির হাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী, নদিয়ার বাহিরচড়া এলাকার আনোয়ার শেখ এবং গরেশপুর এলাকার জমির উদ্দিন শেখ। প্রত্যেকেই অসুস্থ আত্মীয়দের দেখাশোনা করতে হাসপাতালে এসেছিলেন।
advertisement
তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে হাসপাতালের ওয়েটিং রুমে এক অচেনা ব্যক্তি এসে তাঁদের সঙ্গে গল্প করতে শুরু করেন। খুব অল্প সময়েই তিনি পরিজনদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে ফেলেন এবং পরে তাঁদের চা খাওয়ান। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রোগীর পরিজনরা বেহুঁশ হয়ে পড়েন। সেই সুযোগে ওই ব্যক্তি তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস নিয়ে চম্পট দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর সোমবার দুপুর তিনটে নাগাদ কালনা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তিনজনের পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ নেয়। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা ঘটায় রোগীর পরিজনেরা আতঙ্কে ভুগছেন। সব মিলিয়ে, কালনা মহকুমা হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সচেতনতার পাশাপাশি এখন নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন সাধারণ মানুষ।