বিজয়া দশমীতে ঐতিহ্যবাহী কাদা খেলায় অংশ নিলেন জয়পুরের মানুষ। বৈতল-উত্তর বাড় গ্রামে প্রায় ৪০০ বছরের প্রাচীন দুর্গারূপী মা ঝগড়াই ভঞ্জনী দেবীর মন্দির চত্ত্বরে এই কাদাখেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
জনশ্রুতি, বিষ্ণুপুরের মল্লরাজা রঘুনাথ মল্ল বৈতল গ্রামের পথ দিয়ে যুদ্ধে মতান্তরে মামলার কাজে যাওয়ার সময় এক বিশেষ দৈব কারণে মন্দির তৈরির পাশাপাশি বিজয়া দশমীতে মন্দির চত্বরে কাদা খেলার সূচনা করেন। অনেকে মনে করেন এই কাদা খেলায় অংশ নেওয়া অতীব সৌভাগ্যের। ৮ থেকে ৮০ সকলেই এই খেলায় অংশগ্রহণ করে। এই খেলায় অংশগ্রহণ করলে ভাগ্য হয় সুপ্রসন্ন এমনটাই মনে করেন সকলে।
advertisement
আরও পড়ুন : সাবেক পরিবারের বনেদিয়ানা! রুপোর পাখার বাতাসে, চামর দুলিয়ে বর্ণময় শোভাযাত্রায় সপরিবারে উমা চলেন নিরঞ্জনে
বাঁকুড়ার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু মৌলিক উৎসব। বাঁকুড়ার মুড়ি মেলা থেকে শুরু করে, অতিকায় জিলিপি! তবে সবচেয়ে মৌলিক যদি কিছু থেকে থাকে তাহলে বোধহয় এই কাদা ছোড়াছুড়ি খেলা।