আরও পড়ুন: আলোর উৎসবের মাঝেই নিজের জীবনের অন্ধকার কাটাতে রাস্তায় বছর ১৪ নাবালক
এ বছর ৫২ তম বর্ষে রাজ্যের ২৩ টি জেলার নানা খুঁটিনাটি তথ্য সহ জনসংখ্যা ও বিশেষ বিশেষ স্থানকে তুলে ধরে এই মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে। আর তাই এই গোটা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে কি নেই এখানে। এক কথায় যেন গোটা রাজ্যের তথ্যভাণ্ডার করে তোলা হয়েছে এবারের শক্তি সংঘের পুজোর মন্ডপকে। সেখানে যেমন স্থান পেয়েছে ঐতিহ্যের কলকাতার টানা রিকশা তেমনি প্রতিটি জেলার নানা বিশেষ স্থানশিল্প কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী।
advertisement
পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী সহ রাজ্য সরকারের নানা প্রকল্পের প্রচার ও স্থান পেয়েছে মন্ডপের বিভিন্ন স্থানে। আকর্ষণীয় এই মন্ডপ দেখতে এখন ভিড় জমছে মানুষের প্রতিদিন হাজার হাজার মানুষ এই মন্ডপ দর্শনে আসছেন। ভিড় সামাল দিতে উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। স্থান সংকুলনের জন্য কিছুটা হলেও সমস্যায় পড়েছেন পুজোউদ্যোক্তারা তবে ছোট জায়গার মধ্যেই অভিনব এই ভাবনা ফুটিয়ে তুলে রীতিমতো দর্শকদের নজর কেড়েছে শক্তি সংঘ তা বলাই যায়।
Rudra Nrayan Roy