কন্যাশ্রীতে বিভিন্ন সাজগোজ, রূপশ্রী কনের সাজ সিঁদুর, আলতা, সবুজ সাথী প্রতীকী সাইকেল, লক্ষ্মীর ভান্ডারে সিঁদুর, লক্ষ্মীর মূর্তি, দলীয় প্রতীক, ৫০০ টাকার নোট, স্বাস্থ্যসাথীতে মাস্ক, ডেটল সাবান, স্যানিটাইজার, স্যাভলন, তুলো দিয়ে সাজিয়েছেন নবদ্বীপ বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা ১০ নম্বর ওয়ার্ড কো-অডিনেটর তথা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মণিকা চক্রবর্তী।
advertisement
বর অর্থাৎ মণিকা চক্রবর্তীর ছেলেও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। ২৭ বছর ধরে রাজনীতি করছেন মণিকা চক্রবর্তী। তিনি ছেলের বিয়ে ঠিক করেছেন কৃষ্ণনগরে। আজ ২ ফেব্রুয়ারি ছেলের বিয়ে। মণিকা চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজনীতি সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই আর প্রতিবাদী কণ্ঠ তাঁর প্রেরণা। মণিকাদেবী বলেন, দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দল-মত নির্বিশেষে সমস্ত মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। মানুষের প্রতি যে ভালোবাসা এসব প্রকল্পে আমরা সত্যিই আপ্লুত। বিশেষ করে মেয়েদের জন্য উনি যেভাবে কন্যাশ্রী,রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সমস্ত প্রকল্পের কথা। তাই ছেলের বিয়েতে এমন ভাবনা।
Ranjit Sarkar