কী মনে হচ্ছে আপনি কোনও ম্যাজিক শো এর দুনিয়ায় আছেন? তাহলে ঠিকই ভাবছেন। আপনার কাছে রয়েছে এমনই একটি সুযোগ। আসানসোলের রূপনারায়নপুরে আয়োজন করা হয়েছে একটি ম্যাজিক শোয়ের। যেখানে জাদুতে দর্শকদের মোহিত করে তুলবেন ম্যাজিশিয়ান কিসমত কুমার। চোখের পলকে আপনাকে ভিরমি খাইয়ে দিতে ওস্তাদ এই ব্যক্তি। সপরিবারে উপভোগ করতে পারবেন আনন্দ।
advertisement
রূপনারায়নপুর এলাকায় কিসমত কুমারের ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছে। হিন্দুস্তান কেবলসের শ্রমিক মঞ্চে আপনি জাদু দেখার আনন্দ উপভোগ করতে পারবেন একদম সামনে থেকে। দুটি আলাদা আলাদা সময়ে নিজের শো দেখাবেন এই ম্যাজিশিয়ান। উল্লেখ্য, একটা সময় ম্যাজিক শো এর ব্যাপক চাহিদা ছিল। কিন্তু এখন আর সেই অর্থে এমন অনুষ্ঠান দেখা যায় না। তবে সেই সুযোগ আবার দর্শকরা পাবেন রূপনারায়নপুরে গেলেই।
তবে শুধুই জাদু দেখান না এই ম্যাজিশিয়ান। ম্যাজিক শো থেকে যে উপার্জন তিনি করেন, তার একটা অংশ তিনি দান করেন সামাজিক কাজের জন্য। শো থেকে উপার্জনের দশ শতাংশ তিনি দিয়ে দেন থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য।
পাশাপাশি দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে নিজের উপার্জনের ১০ শতাংশ তিনি দান করেন। প্রসঙ্গত, জাদু দেখানোর পাশাপাশি এই মঞ্চ থেকে ম্যাজিশিয়ান কিসমত কুমার দর্শকদের সেফ ড্রাইভ, সেভ লাইফ সম্পর্কে সচেতন করবেন।
নয়ন ঘোষ