TRENDING:

Unidentified Body Recover: সাত সকালে স্টেশনে গিয়েই বীভৎস দৃশ্যের মুখোমুখি! রেল লাইনের দিকে তাকাতেই...

Last Updated:

Unidentified Body Recover: সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় একজনের দেহ দুটি রেল লাইনের মাঝখানে পড়েছিল। সেটি এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে কার দেহ তা বোঝা যায়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: সকাল সকাল স্টেশনে ট্রেন ধরতে এসে চমকে উঠলেন সবাই। সাতসকালে হঠাৎ এমন দৃশ্য দেখে সকলেই ভয় পান। পানাগড় স্টেশনের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন সকালে পানাগড় স্টেশন সংলগ্ন দুই এবং তিন নম্বর লাইনের মধ্যিখান থেকে উদ্ধার হয় একটি ছিন্নভিন্ন দেহ। রেল লাইনের মাঝে এমন ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে ট্রেন ধরতে আসার যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশকে।
পানাগড় স্টেশন। (প্রতিকী ছবি)
পানাগড় স্টেশন। (প্রতিকী ছবি)
advertisement

এই ভয়ঙ্কর দৃশ্যের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সম্পূর্ণ অজ্ঞাত পরিচয় একজনের দেহ দুটি রেল লাইনের মাঝখানে পড়েছিল। সেটি এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যে কার দেহ তা বোঝা যায়নি। তবে খবর দেওয়া হলে দ্রুত রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আরও পড়ুন: অজানা জন্তুর আক্রমণ! হঠাৎ উদয় হয়ে পরপর কামড়, আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম

advertisement

কীভাবে ওই ব্যক্তির দেহ স্টেশনে এল সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে রেল পুলিশের অনুমান, রাতের দূরপাল্লার কোনও ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে গিয়ে থাকতে পারেন। রেল লাইনে পড়ে যাওয়ার ফলে গুরুতর আঘাত পান তিনি। আর সেই কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ওই মৃত ব্যক্তির পরিচয় কী তা জানার চেষ্টা চলছে।

advertisement

View More

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unidentified Body Recover: সাত সকালে স্টেশনে গিয়েই বীভৎস দৃশ্যের মুখোমুখি! রেল লাইনের দিকে তাকাতেই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল