সোমবার ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার নতুনডিহির ডুলুং নদীঘাট এলাকায়। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে কখন, কীভাবে ঘটনাটি ঘটেছে তারা বুঝতে পারছেন না। তারা হঠাৎ ডুলুং নদীর জলে দেহটি ভাসতে দেখেন।
advertisement
স্থানীয় বাসিন্দা মৃণাল মাহাত জানালেন, ‘‘গোটা দেহটি ফুলে ফেঁপে আছে, চিনতে পারিনি। স্থানীয় বাসিন্দা দীপক মাহাত বলেন শুনলাম নদীতে একটি দেহ উদ্ধার হয়েছে, লোকটি এখানকার নয়। হয়তো অন্য কোথাও কিছু হয়েছে। জলে ভেসে যেতে যেতে এখানে আটকে গিয়েছে।’’
বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতের নাম পরিচয় জানার জন্য পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় খবর পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নদী পারাপার করার সময় জলের স্রোতের টানে তলিয়ে যেতে পারে। তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে সে সব বিষয় গুলি খতিয়ে দেখছে পুলিশ।
তন্ময় নন্দী