TRENDING:

Jhargram News: নদীতে নাবতে গিয়েই চোখ ছানাবড়া! ডুলুংয়ের জলে ভাসছে দেহ, ঝাড়গ্রামে চাঞ্চল‍্য

Last Updated:

সোমবার বেলিয়াবেড়া থানার নতুন ডিহির ডুলুং নদীঘাট এলাকা থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন ডিহি সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক নদীতে যাবার সময় নদীর জলে কিছু ভাসতে দেখেন। ওই যুবকেরা গ্রামে গিয়ে বিষয়টি জানায়। দ্রুত খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহটিকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ছবি 
থানার ছবি 
advertisement

সোমবার ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার নতুনডিহির ডুলুং নদীঘাট এলাকায়। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে কখন, কীভাবে ঘটনাটি ঘটেছে তারা বুঝতে পারছেন না। তারা হঠাৎ ডুলুং নদীর জলে দেহটি ভাসতে দেখেন।

আরও পড়ুন: ভুল করে মৃত সাপে পা দিলে কী হয়? অন্য সাপেরা কি আপনার উপর প্রতিশোধ নেবে? কোন অংশে পা পড়লে সর্বনাশ! জানুন

advertisement

স্থানীয় বাসিন্দা মৃণাল মাহাত জানালেন, ‘‘গোটা দেহটি ফুলে ফেঁপে আছে, চিনতে পারিনি। স্থানীয় বাসিন্দা দীপক মাহাত বলেন শুনলাম নদীতে একটি দেহ উদ্ধার হয়েছে, লোকটি এখানকার নয়। হয়তো অন্য কোথাও কিছু হয়েছে। জলে ভেসে যেতে যেতে এখানে আটকে গিয়েছে।’’

আরও পড়ুন: অক্ষয়, অজয়ের সঙ্গে সুপারহিট সিনেমায় অভিনয়! অভিনেতা এখন ওয়াচম‍্যান, বাসের টিকিট কেনারও টাকা নেই? কে এই অভিনেতা জানেন

advertisement

বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতের নাম পরিচয় জানার জন্য পাশাপাশি বিভিন্ন থানা এলাকায় খবর পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নদী পারাপার করার সময় জলের স্রোতের টানে তলিয়ে যেতে পারে। তবে এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে সে সব বিষয় গুলি খতিয়ে দেখছে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: নদীতে নাবতে গিয়েই চোখ ছানাবড়া! ডুলুংয়ের জলে ভাসছে দেহ, ঝাড়গ্রামে চাঞ্চল‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল