TRENDING:

Under Construction Bridge: হঠাৎ বৃষ্টিতে জলের তলায় নির্মাণরত সেতু!

Last Updated:

Under Construction Bridge: দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই সেতু নির্মাণও শুরু হয়। তবে নিম্নচাপে সেই সেতু এখন জলের তলায়। যার জেরে নানারকম সমস্যা সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: নির্মাণরত সেতু এখন ডাংরা নদীর জলের তলায়। সংস্কারের কাজ চলাকালীন একদিনের আচমকা বৃষ্টিতে সেতু আর দেখা যাচ্ছে না। তবে এই সেতুর গল্প রয়েছে অনেক। ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথোল গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পাকা সেতু নির্মাণের। সেতু নির্মাণের দাবিতে ২০২১ এর বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোট বয়কট করে ওখানকার মানুষজন। জামথোল ছাড়াও আসুরাবাদ, জলহরি জোড়থোল, ফুলবেড়িয়া, কেন্দবেদা, মনিহারা সহ ২০-২৫ টি গ্ৰামের মানুষের নিত্য যাতায়াত লেগেই থাকে এই সেতুর উপর দিয়ে।
advertisement

দীর্ঘদিনের লড়াইয়ের পর সেই সেতু নির্মাণও শুরু হয়। তবে নিম্নচাপে সেই সেতু এখন জলের তলায়। যার জেরে নানারকম সমস্যা সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেতু পার করে জোরাহিড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে আসে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে তারা এক প্রকার গৃহবন্দি হয়ে পড়েছে। ফলে পড়াশোনা শিকেয় উঠেছে। তাছাড়াও এলাকার প্রধান বাজারও সেতু পার করেই আসতে হয়। বন্যার কারণে কোনও রাস্তা না থাকায় প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না সেতুর ওপারের বাসিন্দারা।

advertisement

আর‌ও পড়ুন: মহকুমার প্রতিশ্রুতি রক্ষার পর এবার হাসপাতাল, ধুপগুড়িতে আবার খুশির খবর

সেতু সারাইয়ের জন্য যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তারও আর চিহ্ন নেই, রয়েছে শুধুই জলস্রোত। গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য বলেন, এই পরিস্থিতিতে খুবই অসুবিধা হচ্ছে। প্রতিবছর একটু বৃষ্টি হলেই এমনটা হয়। ঘরের বাচ্চা থেকে বয়স্ক সবাই আটকে পড়েছে। স্কুলে যেতে পারছে না, বাজার যেতে পারছে না।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Under Construction Bridge: হঠাৎ বৃষ্টিতে জলের তলায় নির্মাণরত সেতু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল