একটির পর যেন আরেকটি দুর্ঘটনা অপেক্ষা করে থাকে। এদিন পথ দুর্ঘটনায় প্রায় পাঁচ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজার এলাকায় রাতের অন্ধকারে মাটির মাফিয়ারা ট্রলি গাড়িতে করে মাটি বয়ে নিয়ে যায়। আর এর ফলে রাস্তার উপরে যেন এক প্রকার মাটির আস্তরণ পড়ে গেছে। এদিন সামান্য বৃষ্টি হতেই সে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে।
advertisement
রাস্তাগুলো কাদা মাটিতে একাকার হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। বাইক থেকে চার চাকা গাড়ি পিছলে মারাত্বক দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার উপর ভিজে কাদা-মাটিতে একাকার হয়ে সৃষ্টি হয়েছে এক মরণ ফাঁদ। এসব রাস্তা দিয়ে গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে পথ পাড়ি দিতেও চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে পথচারীদের।
আরও পড়ুন- দিদিকে বলেই মিলল সমাধান! পাতকুয়োর জলে দিন গুজরানোর দিন শেষ হচ্ছে এই এলাকায়
স্থানীয়দের অভিযোগ- বছরের পর বছর ধরে কতিপয় মাটি ব্যবসায়ীদের ট্রাক্টর-ডাম্পার, ট্রলি পাকা রাস্তা দিয়ে নিয়মিত মাটি বহন করে থাকে। এই ট্রলি থেকে মাটি পড়ে রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়। এই মাটি রোদের সময় ধুলো আর বৃষ্টির সময় কাদায় ভরে যায়। এখন সামান্য বৃষ্টি হওয়াতে পাকা রাস্তাগুলো কাদাময় হয়ে পড়ে।
নিত্য প্রয়োজনীয় কাজে বেড়েছে দুর্ভোগ। হঠাৎ বৃষ্টির কারণে এসব রাস্তা এতটাই পিচ্ছিল হয়েছে, গাড়ী চলাচল তো দূরের কথা হেটেও চলাচল করা যাচ্ছে না।স্থানীয় বাসিন্দারা জানান, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাগুলোতে যদি এখনই কোন ব্যবস্থা গ্রহণ করা না যায়, তাহলে এই রাস্তাগুলো মাটি বাহি ট্রলির কারনে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বর্ষা হলেই দূর্ভোগ বাড়বে।
জুলফিকার মোল্যা