এই বছর ৬২৯ তম রথযাত্রার পুনরাত্রা উপলক্ষে প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে। নিরাপত্তার বেষ্টনীর ঘেরাটোপে হয় জগন্নাথ দেবের পুনরযাত্রা উৎসব। মাসির বাড়ি আটদিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব। মাহেশে জগন্নাথের আজ পুনর্যাত্রা। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজো পাঠ। বিকেল ৪ ঘটিকায় প্রথমে নারায়ণ শিলা উঠে রথে। তারপর একে একে সুভদ্রা বলভদ্র এবং সবার শেষে আসেন জগন্নাথ দেব। পুরান মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয়না।
advertisement
পুনর যাত্রার দিন জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। বিকালে সুভদ্রা বলরাম জগন্নাথদেব পরপর রথে উঠবেন।তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর এই উল্টোরথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে আঁটোসাটো। মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।বড় রাস্তা জিটি রোডের সামনে মন্দির প্রবেশ পথেও গেট বসেছে।মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ।
রাহী হালদার