শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের বোমরালাইন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন ব্যক্তি একটি বাড়িতে কুয়ো পরিষ্কার করার জন্য যান। বিজয় নামক একজন প্রথমে কুয়ো ভিতর নামেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও সাড়াশব্দ না পাওয়ায় এক এক করে বাকি দু’জন কুয়োর ভেতরে নামেন। কিন্তু তারাও ওপরে উঠে আসেননি এরপরই এগিয়ে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে। মাটিগাড়া ও শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।
advertisement
আরও পড়ুন: রামের ভোট আবার বামে নাকি কুড়মি, কোন ফ্যাক্টরে ভোট হবে বাঁকুড়ায়?
দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে ফ্যান চালিয়ে পাইপের মাধ্যমে কুয়োর ভেতর অক্সিজেন সরবরাহ করতে থাকেন। এতে কাজ হয়। ওই তিনজনের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে। এরপর দুজনকে বেঁধে উপরের তোলার চেষ্টা করেন ওই ব্যক্তি। দমকল কর্মীদের তৎপরতায় তাঁদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আশিক টপ্পো(২২) ও বিজয় কুজুরকে (২৪) মৃত বলে ঘোষণা করেন। তাঁরা ওই এলাকারই বাসিন্দা। মৃতদেহ দুটি এরপর ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনায় এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে।
অনির্বাণ রায়