আসানসোল, দীপক শর্মা: কারখানায় নির্মাণ কাজ চলাকালীন বড় দুর্ঘটনার জেরে দুই শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। জামুড়িয়ার কেন্দা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: এসএসসি নবম-দশমে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন ডিসেম্বরেই! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট
advertisement
কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে পাঁচজন শ্রমিক অ্যাসবেস্টস বসানোর কাজ করছিলেন। তাঁরা কারখানার স্থায়ী কর্মী নন, বাইরে থেকে চুক্তিভিত্তিকভাবে এই কাজ করতে এসেছিলেন। কিন্তু মঙ্গলবারই আচমকা দুর্ঘটনা ঘটে। প্রাণ হারাতে হয় দুই শ্রমিককে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে কাজ চলাকালীন হঠাৎ অ্যাসবেস্টস ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের পরিচয় ফাহিম আনসারি (৩৬) এবং আসিফ ইকবাল (৪২) বলে জানা গেছে।
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর থেকেই আবহাওয়ার চমক! তাপমাত্রার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর
পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ যে অ্যাসবেস্টস সরবরাহ করেছিল তা নিম্নমানের হওয়ায় হঠাৎ ভেঙে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
