আহত মৎস্যজীবী এবং সঙ্গী মৎস্যজীবীদের আঘাতে রণে ভঙ্গ দেয় সুন্দরবনের বাঘ। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকায়। সেখানে শংকরি নায়েক ও স্বামী সুভাস নায়েক সহ আরও তিন মৎস্যজীবী নৌকায় করে কলস জঙ্গল বিজিয়াড়ায় কাঁকড়া ধরতে যায়।
আরও পড়ুন: এই স্কুলের কোনও ছাত্রী সেনার উচ্চপদে, কেউ আবার বিজ্ঞানী! ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা এই বিদ্যালয়
advertisement
এরপর শংকরিকে বাঘে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। কিন্তু সঙ্গে স্বামী ও সঙ্গীসাথীরা বাঘের সঙ্গে দীর্ঘ কয়েক ঘন্টা লড়াই করে ফিরিয়ে আনে। এরপর তাকে মাধবনগর গ্রামীণ হসপিটালে প্রাথমিক চিকিৎসা করার পরে কাকদ্বীপ মহাকুমা সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঘের সামনে পড়েও কিভাবে তিনি প্রাণে বাঁচলেন এই গল্প এখন লোকের মুখে মুখে ঘুরছে। ইতিমধ্যে খবর গিয়েছে গোবর্ধনপুর কোস্টাল থানায়। তাঁরাও বিষয়টি দেখছেন। এলাকায় কয়েকদিন আগেই বাঘ ঢুকেছিল বলে আতঙ্ক ছড়িয়েছিল। তারপর জানা যায় বাঘটি জঙ্গলে চলে গিয়েছে। ফলে বাঘের আতঙ্ক ছিলই। তার মধ্যে এই বাঘের আক্রমনের ঘটনায় আরও আতঙ্ক বেড়েছে।






