স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন নিভা সিং ও নিতু সিং। হিন্দমটর বটতলা একলার কাছে কলকাতা গামী একটি সাদা রঙের চার চাকা গাড়ি এসে ধাক্কা মারে ওই দুই মহিলাকে। দুই মহিলাকে ধাক্কা মারার পর গাড়িটি ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। ঘটনায় গুরুতর ভাবে জখম হন দুই মহিলা। নার্সিংহোমে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই দুই মহিলা।
advertisement
পুলিশ সূত্রে খবর, গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি অভিক সুর ও দীপাঞ্জন মজুমদার তাঁরা দুজনে চুঁচুড়া ও চন্দননগরের বাসিন্দা। দু’জনেই চাকরি করেন টিসিএস-এ। সকালবেলা অফিসের গাড়ি করেই তারা অফিস যাচ্ছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা।
গাড়ির মধ্যে থাকা দুই প্যাসেঞ্জার তাঁরাও হাসপাতালে ভর্তি। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আহত দুই মহিলার পরিবারের দাবি, প্রচন্ড দ্রুত গতিতে গাড়িটি এসে ধাক্কা মারে দুই মহিলাকে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যেই এই দুর্ঘটনা। পরিবারের লোকজন ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
রাহী হালদার






