TRENDING:

Birbhum news: কোলে শিশু, ভিড়ে ঠাসা বাসে উঠে কুকীর্তি দুই মহিলার! হাতেনাতে পর্দা ফাঁস বীরভূমে

Last Updated:

ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির বড় বাগান এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোলে একটি শিশুকে নিয়ে দুজন মহিলা একটি ভিড়ে ঠাসা বাসে ওঠেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি: কোলে শিশু নিয়ে বাসে উঠেছেন দুই মহিলা৷ কিন্তু আসলে তাদের উদ্দেশ্য অন্য৷ এক নয়, বীরভূমে ভিড়ে ঠাসা বাসে উঠে মহিলার টাকার ব্যাগ চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই মহিলা৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির বড় বাগান এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোলে একটি শিশুকে নিয়ে দুজন মহিলা একটি ভিড়ে ঠাসা বাসে ওঠেন৷ ওই বাসেই নগদ তিরিশ হাজার টাকা নিয়ে পাথরচাপুরি গ্রাম থেকে বড়বাগান এলাকায় আসছিলেন সোহানা খাতুন নামে এক মহিলা৷

ওই মহিলার দাবি, বাসে তাঁর পাশে কোলে শিশু নিয়ে এসে দাঁড়ায় এক মহিলা৷ ওই মহিলার পাশে আবার দাঁড়িয়ে ছিল তার এক সহযোগী৷ দুই মহিলাই নিজেদের মধ্যে গল্প করছিল৷

advertisement

আরও পড়ুন: তিন তিনটি ট্রাক বোঝাই কী ওগুলো? কোটি টাকার চোরাকারবারের পর্দাফাঁস পুলিশের...

সোহানা খাতুন নামে ওই বাসযাত্রীর অভিযোগ, গন্তব্য এসে গেলে আসন ছেড়ে ওঠেন তিনি৷ অভিযোগ, তখনই তাঁর কাছে থাকা টাকার ব্যাগ কৌশলে হাতিয়ে নেয় পাশে দাঁড়িয়ে থাকা দুই মহিলার একজন৷ প্রথমে বুঝতে না পারলেও বাস থেকে নেমেই সোহানা খাতুন বুঝতে পারেন, তাঁর সঙ্গে থাকা টাকার ব্যাগ গায়েব হয়ে গিয়েছে৷ সঙ্গে সঙ্গে ফের বাসে উঠে ওই দুই মহিলাকে চেপে ধরেন সোহানা খাতুন৷ প্রথমে অস্বীকার করলেও বাসের বাকি যাত্রীরা চাপ দেওয়ায় টাকা চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্ত দু জন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত বারাসাত গড়ার শপথ! সাফাই কর্মীদের সঙ্গে রাস্তায় নামলেন পৌরপ্রধান
আরও দেখুন

গন্ডগোলের জেরে দাঁড়িয়ে যায় বাস৷ রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীরাও চলে আসেন৷ অভিযুক্ত দুই মহিলাকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ সূত্রে খবর, শিশুদের নিয়ে এভাবে পকেটমারি, কেপমারির একটি চক্র গোটা জেলাতেই সক্রিয় রয়েছে৷ ভিড় বাস, ট্রেন বা জনবহুল জায়গায় ভিড়ে মিশে গিয়ে কাজ হাসিল করাই তাদের উদ্দেশ্য৷ মানুষ যাতে সন্দেহ না করে, সেই কারণেই সঙ্গে শিশুদের রাখে তারা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: কোলে শিশু, ভিড়ে ঠাসা বাসে উঠে কুকীর্তি দুই মহিলার! হাতেনাতে পর্দা ফাঁস বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল