মঙ্গলবার বেলার দিকে এই চাঞ্চলকর দুর্ঘটনাটি ঘটেছে মন্দারমনির সমুদ্র সৈকতে। উত্তাল সমুদ্রে স্নানের সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে দুই পর্যটকের। এখনও পর্যন্ত নিখোঁজ আরও এক পর্যটক। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে পর্যটকদের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: অল্প বৃষ্টিতেই রাস্তা যেন ডোবা!
advertisement
মন্দারমনি কোস্টাল থানা সূত্রে জানা গিয়েছে, ছয় সদস্যের একটি পর্যটক দল ১৫ জুলাই, অর্থাৎ সোমবার বর্ধমান থেকে মন্দারমনিতে আসে। এদিন দুপুরে রিসোর্ট লাগোয়া বিচে স্নান করতে নামে ওই ৬ পর্যটক। দুপুরে স্নানের সময় আচমকা তলিয়ে যান তিনজন। সঙ্গে থাকা বাকি তিনজন তাঁদের উদ্ধার করতে গেলে তারাও জলে হাবুডুবু খেতে থাকে। সঙ্গে সঙ্গে নুলিয়ারা তাদের উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে। নুলিয়ারা সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে। তবে বাকি তিনজনকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায়নি।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মন্দারমনি সৈকত জুড়ে। ঘটনাস্থলে আছে মন্দারমনি কোস্টাল থানার পুলিশ। নুলিয়ারা হাল ছেড়ে দেয়নি। বেশ কিছুক্ষণ পর খোঁজ আরও দুইজন তালিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে তারা। যদিও তাদের স্থানীয় বড়রংকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই পর্যটকের নাম কৌশিক মণ্ডল ও সমর চক্রবর্তী বলে হাসপাতাল সূত্রে খবর। তবে মন্দারমনি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সবার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ অপর পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই পর্যটক দলের বেশিরভাগই মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমেছিল। সম্ভবত সেই কারণেই এত বড় বিপদ ঘটেছে।
সৈকত শী