TRENDING:

বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন !

Last Updated:

মৃতদের নাম নিশা খাতুন (১৭) ও মাহফুজা খাতুন (১৮)। নিশা একাদশ শ্রেণীর ছাত্রী ও মাহফুজা দ্বাদশ শ্রেণীর ছাত্রী । বাড়ি লালগোলায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রণব কুমার বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ: বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন । মৃতদের নাম নিশা খাতুন (১৭) ও মাহফুজা খাতুন (১৮)। নিশা একাদশ শ্রেণীর ছাত্রী ও মাহফুজা দ্বাদশ শ্রেণীর ছাত্রী । বাড়ি লালগোলায় । বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রঘুনাথগঞ্জের দফরপুরে তারা এসেছিল । সোমবার দুপুরে বরযাত্রী যাওয়ার আগে গঙ্গায় স্নান করতে নেমেছিল। প্রথমে মাহফুজা জলে তলিয়ে গেলে নিশা তাকে বাঁচাতে যায়। দুই বোন তলিয়ে যাচ্ছে দেখে তাদের মা-ও তাঁর দুই মেয়েকে বাঁচাতে যায় । কোনওরকমে মা বেঁচে গেলেও দুই বোন তলিয়ে যায় গঙ্গায়।
বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন !
বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন !
advertisement

দু’জনের খোঁজে রঘুনাথগঞ্জের দফরপুর ঘাটে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল । প্রত্যক্ষদর্শী সঞ্জু  শেখ বলেন, ‘‘বরযাত্রী যাওয়ার আগে সকলেই গঙ্গায় স্নান করতে গিয়েছিল । মাকে বাঁচানো সম্ভব হলেও দুই বোন তলিয়ে যায় । চোখের সামনে সব ঘটে গেল অথচ আমরা বাঁচাতে পারলাম না ।’’

আরও পড়ুন– জলের মধ্যে আলিঙ্গনবদ্ধ যুগল, ভেঙে গেল সব বাঁধ! ভাইরাল ভিডিও দেখে কী বললেন নেটিজেনরা?

advertisement

অন্যদিকে বহরমপুরে পাতালেশ্বর শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার আগে সোমবার বহরমপুরে নিয়াল্লিশ পাড়া ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই যুবক । মৃতদের নাম প্রীতম সিং (২০) ও অনিন্দ্য মণ্ডল (২১) ৷ দু’জনেই বহরমপুর কলেজের ছাত্র। পাঁচ বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নেমেছিল । এরপরেই প্রথমে প্রীতম পরে অনিন্দ্য তলিয়ে যায়। বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি চালালেও এখনও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি দুই যুবকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বন্ধু সুজয় মণ্ডল বলেন, ‘‘আমরা সব বন্ধুরা শিবের মাথায় জল ঢালার আগে গঙ্গায় স্নান করতে গেছিলাম । আমাদের চোখের সামনে ওরা তলিয়ে গেল দুই বন্ধু । মৃত অনিন্দ্য মণ্ডলের বাবা তরুণ কুমার মণ্ডল বলেন, ‘‘আমাকে ছেলে পাতালেশ্বরে জল ঢালতে যাওয়ার কথা জানায়। আমি এত রাতে বাড়ি থেকে বেরোতে ওকে বারণ করি । কিন্তু আমার কোনও কথা শোনেনি । আমার ছেলেটা চলে গেল ।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ে বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বোন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল