স্থানীয় বাসিন্দারাই গুরুতর জখম দুই রাজমিস্ত্রিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দু’জনেরই অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
সনৎ বন্দ্যোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান বিকট এক শব্দে এলাকার সব মানুষ বাইরে বেড়িয়ে আসেন। প্রথমটা ভেবেছিলাম হয়তো ট্রান্সফরমার বিস্ফোরণের আওয়াজ। পরে দেখতে পায় একটি বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে ।
advertisement
ছাদের ওপর তড়িতাহত হয়ে প্রায় অর্ধদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে দু’জন।
এরপরই স্থানীয় বাসিন্দার কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে নিউটাউনশীপ থানার পুলিশও।উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচে দোতালা বাড়ি তৈরির অনুমতি আছে কিনা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2019 4:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে বাড়ি নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম দুই রাজমিস্ত্রী