তবে জেলার বাইরে কলকাতার উপকন্ঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাটকে অংশগ্রহণ হয়ত এই প্রথম। অনীক আয়োজিত বিংশ বর্ষ সারা রাজ্য ব্যাপী আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতার পাঁচটি পর্যায়ের প্রথম পর্যায়ে বেলঘরিয়ার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গত ১৩ এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। সেখানে শান্তিপুর চক্রের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের অভিনীত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে ও নীলিমা বিশ্বাস, শান্তিপুর রঙ্গপীঠ নির্দেশিত নাটক ‘দুষ্টুর শাস্তি’ নাটক উপস্থাপিত হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৫ জন ছাত্র-ছাত্রী এই নাটকে অংশগ্রহণ করে। অন্যদিকে শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিনেতা এবং নাট্যনির্দেশক কৌশিক চ্যাটার্জির তত্ত্বাবধানে প্রায় একমাস ধরে অনুশীলন করে ১৭ জন ছাত্র ‘পাঠশালা’ নামে একটি নাটক মঞ্চস্থ করে।
advertisement
আরও পড়ুন: বিপদসীমা ছুঁই ছুঁই মহানন্দা, বন্যা পরিস্থিতি মালদহে
এই বিষয়ে কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম সেন জানান, তাঁরা এই প্রথম ছাত্র-ছাত্রীদের নিয়ে শান্তিপুরের বাইরে নাটক মঞ্চস্থ করলেন। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে নাট্যচর্চা দেখে গেলেও প্রাথমিক বিদ্যালয়ে তা খুব কমই লক্ষ্য করা যায়। তবে শান্তিপুর রঙ্গপীঠের ঐকান্তিক প্রচেষ্টা ও অদম্য ইচ্ছা ছাড়া এই নাটক উপস্থাপন করা বিদ্যালয়ের পক্ষে প্রায় অসম্ভব ছিল। সহযোগিতা করার জন্যও তিনি অভিভাবকদের ধন্যবাদ জানান।
মৈনাক দেবনাথ