কাঁচা হাতের কাজ নয়, দুই ছাত্রের হাতে তৈরি মৃন্ময়ীর রূপ একেবারে পেশাদার শিল্পীর মতো। খুদে শিল্পীদের হাতে বানানো প্রতিমা নজর কাড়ছে। কান্দি শহরের কান্দি কৃষ্ণবাগান মোড় এলাকার বাসিন্দা অভয় দাস কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অন্যদিকে শহরের ভোলানাথপুর মোড় এলাকার বাসিন্দা ঈশান পরামানিকও ওই একই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া।
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলে শুরু! চা বাগানের এই দুর্গাপুজোর ঐতিহ্য আজও অটুট, স্বাধীনতার পরেও একইভাবে হয় উমার আরাধনা
দু’জনেরই ছোট থেকে প্রতিমা গড়ার ঝোঁক। খেলার ছলে হাতে মাটি নিয়ে একের পর এক ঠাকুর তৈরি করতে থাকেন। ছেলেবেলা থেকে অনায়াসে বড় সব প্রতিমা তৈরি করছে এই দুই খুদে শিল্পী। স্কুল যাওয়া ও পড়াশোনার মাঝে ঈশান ও অভয় যেটুকু সময় পায়, সেই সময়েই কখনও দুর্গা, আবার কখনও কালী বা সরস্বতী প্রতিমা তৈরিতে মেতে ওঠে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দু-তিন বছর হল তাঁদের হাতে তৈরি প্রতিমা শহরের দু’টি মণ্ডপে পূজিত হচ্ছে। এবারও তার ব্যাতিক্রম হবে না। অভয়ের তৈরি প্রতিমা কান্দি শহরের রসোড়াতে পূজিত হবে। অন্যদিকে ঈশানের তৈরি মূর্তি যাবে কান্দি জিবধরপাড়া এলাকায়। কয়েক মাসের চেষ্টায় দু’টি প্রতিমা তৈরি করেছে এই দুই খুদে শিল্পী। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুদে দুই শিল্পীর এহেন কর্মকাণ্ডে খুশি সকলেই।