আরও পড়ুন: শিক্ষার মান পরখ করতে স্কুলে স্কুলে স্যাস পরীক্ষা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়ন মোদি নামে এক মৎস্যজীবী মণি নদীতে মাছ ধরার জন্য এদিন সকালে জাল ফেলেন। জাল তোলার সময় দেখেন তাতে দুটি কচ্ছপ ধরা পড়েছে। এরপর কচ্ছপ দুটিকে তিনি মোদি পাড়ায় নিয়ে আসেন। সেই সময় কুলতলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, স্থানীয় মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কচ্ছপ। এরপর কুলতলি থানার পুলিশ খবর দেয় ঝুপখালি রেঞ্জ অফিসে। এরপর বনকর্মীরা এসে কচ্ছপ দুটিকে উদ্ধার করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বনদফতর সূত্রে খবর, এই কচ্ছপ দুটি সামুদ্রিক বিরল প্রজাতির। সাধারণতভাবে এই কচ্ছপ সমুদ্রের বসবাস করে। কিন্তু প্রজননের সময় এরা নদীর মোহনাতে চলে আসে। কচ্ছপ দুটিকে ইতিমধ্যেই উদ্ধার করে ঝুপখালি রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে এই দুটি কচ্ছপকে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আবারও পুনরায় সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে। একটি কচ্ছপের ওজন প্রায় ৪০ কেজির কাছাকাছি অপরটি বাচ্চা কচ্ছপ। সাধারণত এই বিরল প্রজাতির কচ্ছপগুলি সমুদ্রের বালি অঞ্চলে বসবাস করে। সাধারণত ডিম পাড়ার সময় এই কচ্ছপগুলি বিভিন্ন নদীর মোহনা বা খাড়িতে চলে আসে।
সুমন সাহা