জ্বর, সর্দি কাশি নিয়ে বীরভূমের সিউড়ীর মৃন্ময় দাস নামে এক ডাক্তারের চেম্বারে দেখাতে আসে এক যুবক। বীরভূমের রামপুরহাট মহকুমার ময়ূরেশ্বরের কলেশ্বর গ্রামের বাসিন্দা। সে সৌদি আরবে কাজ করে গত ১০ দিন আগে বাড়ি ফিরেছে। ডাক্তারের সন্দেহ হওয়ায় তাকে মাস্ক পড়ানো হয় চেম্বারেই। যেহেতু সৌদি আবর ফেরত তার সব তথ্য জানানো হয়েছে বীরভূম জেলা স্বাস্থ্য দফতরে।
advertisement
ডাক্তার জানিয়েছেন, তার জ্বর, সর্দি কাশি ছিল তবে বুকে কোন ইনফেকশান ছিলনা সেই কারনে তাকে বাড়িতেই রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও বর্তমানে ওই যুবককে কোন জায়গায় রাখা হয়েছে বা তার নিয়ে কোনো তথ্য বা কিছু বলতে চাইছে না। এদিকে ঘটনার কথা জানাজানি হতেই গুজব শুরু হয়েছে ওই যুবককে নিয়ে। ওই সময়ে ডাক্তারের চেম্বার এ যে সমস্ত অন্যান্য রোগীরা উপস্থিত ছিল সবচেয়ে আতঙ্কিত হয়েছেন তারা। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং গুজবে কান দেবেন না। স্বাস্থ্য দপ্তর ওই যুবকের সম্বন্ধে কোনো তথ্য না জানালেও শুধু জানিয়েছেন ওই যুবককে সম্পূর্ণ নজরদারিতে রাখা হয়েছে।