#খড়গ্রাম: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রতনপুরে বুধবার রাতে এক স্কুল ছাত্র সহ গুলিবিদ্ধ দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, আহত নবম শ্রেণির স্কুল ছাত্রের নাম সুরোজ সেখ (১৪), এক যুবক ইনতাজুল সেখ। বছরের প্রথম দিনে বুধবার রাতে গুলিবিদ্ধ হন সুরোজ সেখ (১৪) । আহত অবস্থায় প্রথমে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং অবস্থা অবনতি হলে কলকাতা পাঠানো হয়েছে চিকিৎসার জন্য । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রতনপুর গ্রামে একটি জেরক্স দোকানে থাকা অবস্থায় ইনতাজুল সেখ ও নবম শ্রেণীর স্কুল ছাত্র সুরোজ সেখ গুলিবিদ্ধ হন। স্থানীয় এক দুষ্কৃতী নাজমুল সেখ জেরক্স দোকান লক্ষ্য করে গুলি চালান ৷ এর পরেই দু’জন গুলিবিদ্ধ হন।
advertisement
আহত ছাত্রের মা মহারানি বিবি জানান, আধারকার্ড নাম ভুল আছে বলে গ্রামে দোকানে জেরক্স করতে গিয়েছিলেন তখন নাজমুল নামে এক দুষ্কৃতী গুলি চালায় তখন গুলিবিদ্ধ হন দু’জনেই। ঘটনার পর নাজমুল সেখ পলাতক বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়, গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । তবে কি কারনে এই গুলি চালানো হয়েছে তা নিয়ে ধন্দ্বে খোদ পুলিশ। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।