চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়ায়। মাঝেমধ্যেই নজিরবিহীনভাবে বজ্রগর্ভ মেঘের কারণে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরী হয়, শুরু হয় বৃষ্টি। সেই সময়ই দু’টি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশী গ্রামে মৃত্যু হয় রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মন্ডলের (৬৩)।
advertisement
আরও পড়ুনঃ রাত নামলেই মদ-জুয়ার আসর! প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা যা করল… চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।