স্থানীয় সূত্রে খবর, একটি বেআইনি কাট আউটকে কেন্দ্র করেই এই দুর্ঘটনা ঘটে। ওই কাট আউটে কোনও সিগনাল ব্যবস্থা বা ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় প্রতিদিনই সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক পারাপার করেন। অভিযোগ, সেই কাট আউটের মুখেই দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
advertisement
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম রাজবংশী (৫৮)-এর। তিনি শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা। অপর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই ওই বেআইনি কাট আউট বন্ধ করা ও জাতীয় সড়কে যথাযথ ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে।
