সূত্রের খবর, মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী নদীতে ৬ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এজন্য মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ মাইকিং ও সতর্কতামূলক প্রচারও করে। দুটি আলাদা আলাদা জায়গা থেকে ফের কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। বুধবার দুপুরে মানিকপাড়ার বড়বাড়ি এলাকায় স্নান করতে নেমে পুকুরে ডুবে যান এক যুবক। আজ সকালে ভেসে ওঠে ওই যুবকের দেহ। মানিকপাড়া বিড হাউসের পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন- দাবি না মানা পর্যন্ত SSC ভবনের সামনে চলবে শিক্ষাকর্মীদের অবস্থান
অপর ঘটনাটি মানিকপাড়ার দুর্গাপুর এলাকায়। বিকালে ওই ব্যক্তি নদীতে নেমেছিলেন তারপর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য এক সপ্তাহের মধ্যে দু’বার কংসাবতী নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটল। সবমিলিয়ে ঝাড়গ্রামে এমন ঘটনা চারটি। স্থানীয়দের অভিযোগ নদীতে বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের বিষয়টির উপর নজর দেওয়া উচিত।।