স্বামী বিশাল মণ্ডলের সঙ্গে এক বছর আগে তাদের বিয়ে হয়৷ তখন বৌমার চিৎকারে তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন ৬০-এর শ্বাশুড়ি ষষ্ঠী মন্ডল৷ বৌমাকে বাঁচাতে গেলে দু’জনই একসঙ্গে তলিয়ে যান পুকুরে৷ সূত্র মারফত জানা যায়, যে শাশুড়ি এবং বৌমা দু’জন কেউই সাঁতার জানতেন না৷
advertisement
অনেক খোঁজাখুঁজির পরে দু’জনকে কোথাও পাওয়া না গেলে এলাকার মানুষের সন্দেহ হয় পুকুরের জাল ফেলা হয় তখনই জালে বেঁধে ওঠে দুটি ডেট বডি এমনটা জানিয়েছেন এলাকার মানুষ শচীন মণ্ডল বাবু মণ্ডল ও রিঙ্কু মন্ডল৷ সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা তিনি জানিয়েছেন, ওই মৃত পরিবারের পাশে তিনি সর্বদা আছেন যা কিছু সাহায্য করার তিমি করবেন৷
ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে ডেড বডি উদ্ধার করে৷ নয় নম্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে৷ এখান থেকে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷ জোড়া মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া ৷
অনুপম সাহা