TRENDING:

Nadia News: একদিনের ব্যবধানে নিখোঁজ বিবাহিত দুই বোন! নতুন সম্পর্কের টান না অন্য রহস্য, চাঞ্চল্য নদিয়ায়

Last Updated:

নিখোঁজ দুই তরুণীর শ্বশুরবাড়ির সদস্যদেরই দাবি, তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, করিমপুর: সম্পর্কে দুই বোন। দু জনেই বিবাহিত। বাজার করতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে একদিনের ব্যবধানে নিখোঁজ হয়ে গেলেন দু জনেই৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

স্থানীয় সূত্রে খবর, গত ২৭ ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থেকে নিখোঁজ হন শর্মিলা মালাকার (নাম পরিবর্তিত) নামে এক তরুণী৷ তাঁর শ্বশুরবাড়ি বনগাঁতেই৷ তাঁর দুই সন্তান রয়েছে৷ এর ঠিক দু দিন পর গত ১ মার্চ হন তাঁর বোন রীনা মালাকার (নাম পরিবর্তিত)৷ বিবাহিত রীনারও একটি সন্তান রয়েছে৷

আরও পড়ুন: ভালবেসে বিয়ে করেছিল মেয়েটা, সেই ভালবাসাই কাল হল

advertisement

নিখোঁজ দুই তরুণীর শ্বশুরবাড়ির সদস্যদেরই দাবি, তাঁরা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সম্ভবত তাঁদের প্রেমিকের সঙ্গেই দুই গৃহবধূ কোথাও চলে গিয়েছেন! দুই পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে করিমপুরের বাসিন্দা রীনার সঙ্গে ওই থানায় এলাকার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা এক যুবকের প্রেম করে বিয়ে হয়। তার পরেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই তরুণী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

পরিবারের পক্ষ থেকে দায়ের হওয়া নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রে খবর, দুই বোনেরই কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা কাদের সঙ্গে ফোনে কথা বলতেন, শেষ বার কার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: একদিনের ব্যবধানে নিখোঁজ বিবাহিত দুই বোন! নতুন সম্পর্কের টান না অন্য রহস্য, চাঞ্চল্য নদিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল