গত কয়েক বছর ধরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবারে পিংলায় বজ্রপাতে চাষের জমিতে একজনের মৃত্যু হয়েছিল। এবার শালবনিতে ফের একই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে মাঠে চাষের কাজ করার সময় ব্যাপক বৃষ্টি হচ্ছিল। সঙ্গে বাজও পড়ছিল। সেই সময় হঠাৎই বজ্রাঘাতে জমিতেই লুটিয়ে পড়েন এই দুই কৃষক। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: রাস্তার পাশে পড়ে গলাকাটা দেহ! পরনে সাদা পাঞ্জাবি, তবে কী…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভারতী হেমব্রমের বাড়ি মেদিনীপুরের শালবনির চাকতারিণীতে। অপর মৃত রামু সরেনের বাড়ি শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের দেউলকুণ্ডা গ্রামে। প্রসঙ্গত শুক্রবার পিংলায় চাষের জমিতে জল দেখতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছিলেন এক বৃদ্ধ। তারপর আবার একই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রপাতে মৃতদের পরিবারেরকে সব রকম সাহায্য করা হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তাই বর্ষাকালে চাষের জমিতে খুব সাবধানে কাজ করতে হবে। বৃষ্টির সময় চাষের জমি থেকে চলে আসা উচিত বলে তাঁরা জানান।