প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর রোডের এয়ারপোর্টগামী রাস্তায় বিটি কলেজের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওষুধ বোঝাই একটি ট্রাক। হঠাৎই দ্রুত গতিতে লেন পরিবর্তন করে বারাসাতগামী রাস্তায় ঢুকে পড়ে সেটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি ছোট পন্যবাহী গাড়িকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এর পাশাপাশি আরও দুটি গাড়িতে ধাক্কা মারে। এই ধাক্কায় ছোট পন্যবাহী গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।
advertisement
আরও পড়ুন: বিশ্বরূপের নেই দুই হাত এক পা, তারপরেও সব পারেন তিনি
ছোট পণ্যবাহী গাড়ির চালক এবং খালাসিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক সহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় সাময়িকভাবে যশোর রোডে যানজটের সৃষ্টি হয়। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রুদ্রনারায়ণ রায়