স্কুলে পরীক্ষা দিয়ে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির দুই ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রীর নাম সৃজিতা আদক। বয়স ১৪ বছর। অপর নিখোঁজ ছাত্রীর নাম অঙ্কিতা ভট্টাচার্য। বয়স ১৪ বছর। দুজনেই খড়দহ প্রিয়নাথ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া।
আরও পড়ুনঃ রাস্তার পাশে পড়ে গলাকাটা দেহ! পরনে সাদা পাঞ্জাবি, তবে কী…
advertisement
সৃজিতার বাড়ি টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়ায়। অঙ্কিতার বাড়ি খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায়। নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, সোমবার ওই দুই ছাত্রী স্কুলের পোশাক পরে পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল ছুটির পর তারা দুজনেই আর বাড়ি ফেরেনি। নিখোঁজ দুই ছাত্রীর পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি।
এরপরেই দুই পরিবার এদিন খড়দহ থানার দ্বারস্থ হয়। নিখোঁজের ডায়েরি করে পরিবার। ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও মেয়েদের কোনো খোঁজ খবর না পাওয়ায় চরম উৎকণ্ঠা গ্রাস করেছে পরিবারকে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।