পেট্রাপোলে বন্ধ পাট আদান-প্রদান, সীমান্তের চাষিদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ, উপার্জনের 'নয়া পথের' সন্ধান
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
পেট্রাপোলে বন্ধ পাট আদান-প্রদান। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সীমান্তের পাট চাষিদের উৎসাহ ফেরাতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সংস্থা আইসিএআর-নিনফিট।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটজাত দ্রব্যের চাহিদা বাড়ায় দেশের অভ্যন্তরে যেমন পাটের বাজার বাড়ছে, তেমনই আন্তর্জাতিক ক্ষেত্রেও পাটের গুরুত্ব ঊর্ধ্বমুখী। এদিকে বাংলাদেশের তরফে পাটজাত দ্রব্য আমদানি-রফতনি বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে পাট চাষের উৎসাহ ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর-নিনফিট।
এদিন উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বাগদায় আয়োজিত হয় পাট নিয়ে বিশেষ কৃষি-কর্মশালা। কর্মশালার মূল লক্ষ্য ছিল, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট চাষে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং ফসল উৎপাদনে মুনাফা বাড়ানো। কর্মশালায় অংশগ্রহণ করেন বাগদার উৎসাহী কৃষকরা।
আরও পড়ুনঃ কোন বিষয়ে পড়লে কোন চাকরি! টাকিতে কেরিয়ার কাউন্সেলিং কর্মশালায় ভবিষ্যৎ গড়ার দিশা
পাট চাষে আধুনিক কৌশল, বীজের গুণমান বাছাই, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা থেকে শুরু করে কম জল ব্যবহার করে পাট পচানোর বিশেষ কৌশল নিয়েও বিশদে আলোচনা করেন কৃষি বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা জানান, বছরের বেশিরভাগ সময়ই পাট পচানোর জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে কীভাবে স্বল্প জলে ও বিশেষ কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে উচ্চমানের পাট তৈরি করা সম্ভব। সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয় কৃষকদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কর্মশালায় কৃষকরাও তাঁদের নানা প্রশ্ন রাখেন। যার উত্তর দেন বিশেষজ্ঞরা। বহু কৃষক জানান, এই নতুন পদ্ধতি অনুযায়ী চাষ করলে জলকষ্টের সময়েও উৎপাদনে ঘাটতি হবে না। বরং কম খরচে বেশি লাভের সম্ভাবনা তৈরি হবে। এদিনের কর্মশালাকে ঘিরে কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়েছে। উপস্থিত আধিকারিকেরা আশা করছেন, এই ধরনের কৃষিশিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সীমান্ত এলাকায় পাট চাষে নতুন গতি আসবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 3:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেট্রাপোলে বন্ধ পাট আদান-প্রদান, সীমান্তের চাষিদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ, উপার্জনের 'নয়া পথের' সন্ধান