আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কীভাবে দুর্ঘটনা ঘটল! তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় গাড়িচালক আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুনঃ চিকিৎসা করাতে এসে মর্মান্তিক পরিণতি! পথেই মৃত্যু বাইক চালকের, আহত তৃণমূল নেতার অসুস্থ ছেলে
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ক্যানিংয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার দেহ দাহ করার জন্য সকালে বারুইপুর শ্মশানে নিয়ে আসা হয়। অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর গাড়িতে উঠে ফেরার জন্য রওনা দেন শববাহী যাত্রীরা। পথেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানান, ‘আমি রাস্তার উপরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি একটি গাড়ি দ্রুতগতিতে আসছিল। আচমকাই উলটে যায় সেটি। তারপর গাড়ির মধ্যে থাকা যাত্রীরা চেঁচামেচি শুরু করেন’। এরপরেই ছুটে আসেন লোকজন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের মধ্যে দু’একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারুইপুর থানার পুলিশ চলে আসে।






