TRENDING:

North 24 Parganas News: পণ্য পরিবহনকে ঘিরে নো-এন্ট্রি ও ই-চালান জটিলতা, ক্ষোভ বাড়ছে ট্রাক মালিকদের

Last Updated:

North 24 Parganas News: পণ্য পরিবহন শিল্প রাজ্যের সবচেয়ে লাভজনক শিল্প হলেও, এই শিল্পকে পরিকল্পিতভাবে সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ট্রাক মালিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়োয়া, জুলফিকার মোল্যা: পণ্য পরিবহনকে ঘিরে নো-এন্ট্রি-ই-চালান জটিলতা, রাস্তায় ক্ষোভ ট্রাক মালিকদের। রাজ্য জুড়ে পণ্য পরিবহন শিল্পকে রক্ষা করতে জরুরি আলোচনায় বসলেন ট্রাক মালিকরা। বসিরহাটের হাড়োয়া ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাড়োয়ার একটি অনুষ্ঠান গৃহে এই সভার আয়োজন করা হয়।
ছবি প্রতিকী
ছবি প্রতিকী
advertisement

সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ। তিনি অভিযোগ করেন,”পণ্য পরিবহন শিল্প রাজ্যের সবচেয়ে লাভজনক শিল্প হলেও, এই শিল্পকে পরিকল্পিতভাবে সমস্যার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। যত্রতত্র নো-এন্ট্রি, ই-চালান সংশোধনীর জটিলতা এবং রাজ্যের একাধিক ভগ্নদশাগ্রস্ত সেতু ট্রাক মালিকদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভিনরাজ্য থেকে ট্রাক লোডিং অবস্থায় প্রবেশ করার পরও অকারণে নো-এন্ট্রি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এর ফলে পরিবহন ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

advertisement

আরও পড়ুনঃ HDFC গ্রাহকদের জন্য বড় খবর, UPI বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনও পেমেন্ট করতে পারবেন না, কবে জেনে নিন ….

View More

তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সমস্যাগুলির সমাধান করতে হবে, যাতে করে পরিবহন ব্যবসা টিকে থাকতে পারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম গাজী, মিজানুর রহমান সহ একাধিক সংগঠনের সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দাবি-দাওয়া ও সমস্যাগুলি সরকারকে লিখিতভাবে জানানো হবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন ট্রাক মালিকরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পণ্য পরিবহনকে ঘিরে নো-এন্ট্রি ও ই-চালান জটিলতা, ক্ষোভ বাড়ছে ট্রাক মালিকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল