দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর কালীপুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। বাংলার নানা প্রান্তে মা কালীর আরাধনা হচ্ছে। এই আবহে ঘোজাডাঙ্গা সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডে কালীপুজোর চাঁদার জুলুমের অভিযোগ। ২০ টাকার জন্য ট্রাকের চালক ও হেল্পারকে মারধর করে রক্তাক্ত করলেন চাঁদা আদায়কারীরা। এমনটাই অভিযোগ উঠেছে। পাল্টা চাঁদা আদায়কারীকে ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।
advertisement
জানা যাচ্ছে, ঘোজাডাঙ্গা সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডের কালীবাড়ি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। একদল যুবক কালীপুজোর জন্য রাস্তায় চাঁদা তুলছিলেন। অভিযোগ, ট্রাকের চালকের থেকে ২০ টাকা চাইলে না দিতে পারায় ড্রাইভার ও হেল্পারকে মারধর করা হয়। পাল্টা চালক, খালাসি ওই যুবককে লরিতে করে তুলে নিয়ে চলে আসেন বলে অভিযোগ উঠেছে।
উৎসবের আবহে এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে হাজির হয় বসিরহাট থানার পুলিশ। তাঁরা গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। সেই সঙ্গেই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।